অবশেষে কাটল নারী ফুটবলের অচলাবস্থা। বিদ্রোহ শেষ করার কথা জানিয়ে কোচ পিটার বাটলারের অধীনের অনুশীলন করতে রাজি হয়েছেন নারী ফুটবলাররা। আজ রবিবার বাফুফেতে এক সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার এই তথ্য জানান। এর আগে বিদ্রোহ করা ফুটবলারদের সঙ্গে মাহফুজা আক্তারের বৈঠক হয়।
এর মাধ্যমে শেষ হলো প্রায় ১৮ দিন ধরে চলা নারী ফুটবলের গুমোট এক পরিস্থিতি। গত ৩০ জুন বাফুফে ভবনের সামনে গণমাধ্যমের কাছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনা খাতুনের নেতৃত্বে ১৮ ফুটবলার। বাটলারকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া না হলে অনুশীলনে যোগ না দেওয়া ও একযোগে অবসরের হুমকি দেন তারা।
আজ বাফুফেতে মাহফুজা আক্তার বলেছেন, ‘আমি নিয়মিত তাদের সঙ্গে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে বসার পর আমি যেটা বলতে পারি, মেয়েরা অনুশীলনে ফিরবে।’
যদিও এখনই অনুশীলনে ফিরছেন না বিদ্রোহ করা ওই নারী ফুটবলাররা। ছুটি কাটিয়ে তারপর অনুশীলনে যোগ দেবেন তারা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরেও দলের সঙ্গে যাচ্ছেন না ওই ১৮ ফুটবলারের কেউ।
৩০ জুন নারী ফুটবলাররা বিদ্রোহের ঘোষণা দিলে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। তদন্ত শেষে সেই কমিটি প্রতিবেদন জমা দেয় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে। এরপর নারী ফুটবলারদের সাথে বাফুফে সভাপতি ও নারী উইং একাধিকবার বৈঠক করলেও অনড় থাকেন নারী ফুটবলাররা। অবশেষে পুরোনো সিদ্ধান্ত থেকে সরে এলেন নারী ফুটবলাররা।