আজ ৪০তম জন্মদিন পালন করছেন রোনালদো। এক বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ারে সব কিছু অর্জন করেছেন পর্তুগিজ কিংবদন্তি। ক্লাব ও জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে ৯২৩ গোল নিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রতিভার যথেষ্ট সদ্ব্যবহার করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। ইউরোপ এশিয়া ঘুরে তাই শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন আজ ৩৩তম জন্মদিন পালন করা তারকা।
লিওনেল মেসির মেসি হওয়ার আগে কালোর্স তেভেজে বিমোহিত ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। তাকে ভাবা হয়েছিল পরবর্তী ম্যারাডোনা। জাতীয় দলের হয়ে সেই চাহিদা অবশ্য পূরণ করতে পারেননি।
এসি মিলানের কথা আসলে অবধারিতভাবে আসবে মালদিনি পরিবারের কথা। আর সবার আগে নিশ্চয়ই আসবে সিজার মালদিনির গল্পকাঁথা। তার অধিনায়কত্বে ১৯৬৩ সালে মিলান প্রথম ইউরোপিয়ান কাপ জেতে। বুটজোড়া তুলে রেখে পরে দলটির ডাগআউটেও দাঁড়িয়েছেন ইতালির অন্যতম ডিফেন্ডার। তার পরে মিলান ও ইতালির য়ে মাঠ মাতিয়েছেন তার ছেলে পাওলো মালদিনি ও তার নাতি দানিয়েল মালদিনিও। ২০১৬ সালে পরপারে পাড়ি জমানো তারকা বেঁচে থাকলে ৯৩তম জন্মদিন পালন করতেন।
গিওর্গি হ্যাজিও
রোমানিয়ার ইতিহাসের সেরা ফুটবলার গিওর্গি হ্যাজিওর আজ জন্মদিন। আশি-নব্বইয়ের দশক মাতানো এই ফরোয়ার্ড বিশ্ব ফুটবলে পরিচিত ‘কার্পেথিয়ানসের ম্যারাডোনা’ নামে। ১৯৯৪ বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সেই কোয়ার্টার ফাইনালে খেলেছিল রোমানিয়া। ১৯৬৫ সালে জন্ম নেওয়া হ্যাজির আজ ৬০ বসন্ত উদযাপন করছেন।
সভেন-গোরান এরিকসন
খেলোয়াড় হয়ে না পারলেও কোচ হিসেবে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন সভেন-গোরান এরিকসন। ক্লাব জাতীয় দল মিলিয়ে ১০টি দলের দায়িত্ব পালন করেছেন এই সুইডিশ কোচ। ইংল্যান্ডের হয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কোচের দায়িত্ব পালন করা এরিকসন প্রথম কোচ যিনি তিনটি আলাদা দেশের লিগ ও কাপের ডাবল জিতেছেন। সুইডেন, পর্তুগাল ও ইতালিতে কীর্তি গড়া এই কোচ গত বছরের আগস্টে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বেঁচে থাকলে ৭৭তম জন্মদিন উদযাপন করতেন।
শুধু তারাই নন, জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট, ভেদরান চরলুকা, রদ্রিগো প্যালাসিও, আদনান ইয়ানুজাই ও জন অ্যালোইসিরও আজ জন্মদিন।