ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৩১ বার

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট’র একক কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশিরা। যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস’র কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।

তিনি জানান, নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ড-এর মে ফেয়ার ভ্যানুতে বিজয় দিবসের বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলবে। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোনো টিকেট। তবে রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সঙ্গে কোলাবোরেশানও করবে বাংলাদেশের ব্যান্ডদল চিরকুট।

ব্যান্ডের প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমি, ‘বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্ন সময়। এবারও তাই হবে। বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সঙ্গে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’

কনসার্টে উপস্থিত হতে রেজিস্ট্রেশন করা যাবে https://eticket.nextstageevents.co.uk/- এই লিংকে।

এর আগে, ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।

চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট শেষে দেশে ফিরেই আসছে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

আপডেট টাইম : ০৬:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট’র একক কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশিরা। যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস’র কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।

তিনি জানান, নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ড-এর মে ফেয়ার ভ্যানুতে বিজয় দিবসের বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলবে। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোনো টিকেট। তবে রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সঙ্গে কোলাবোরেশানও করবে বাংলাদেশের ব্যান্ডদল চিরকুট।

ব্যান্ডের প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমি, ‘বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্ন সময়। এবারও তাই হবে। বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সঙ্গে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’

কনসার্টে উপস্থিত হতে রেজিস্ট্রেশন করা যাবে https://eticket.nextstageevents.co.uk/- এই লিংকে।

এর আগে, ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।

চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট শেষে দেশে ফিরেই আসছে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে দলটি।