শিশুর চিঠির জবাব, সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

শিশু শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর পায়রা নদীতে সেতু নির্মাণের আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ।

চিফ হুইপ আ স ম ফিরোজ সোমবার সংসদে বিষয়টি উত্থাপন করলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, শিশু শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির জবাব দেয়ার বিষয়টি পটুয়াখালীবাসীর পাশাপাশি সারাদেশের মানুষকে আন্দোলিত করেছে। একজন শিশুর চিঠির পরিপ্রেক্ষিতে পায়রা নদীর উপর সেতু নির্মাণের আশ্বাস দেয়ায় ডেপুটি স্পিকার সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস পটুয়াখালীর পায়রা নদীতে সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি পাঠায়। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী পাল্টা চিঠি দিয়ে সেতু নির্মাণের আশ্বাস দেন। আজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর চিঠিটি শীর্ষেন্দুর কাছে পৌঁছে দেয়া হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর