পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের চার নেতাকে ‘ধর্ষণের’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় শিলং পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ রিপন ও সদস্য ইলিয়াস আহমদ জুয়েল।
জি নিউজের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শিলং থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলেও আরো দুই জন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু।
কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেউ নাম প্রকাশ করতে চাননি।
সিলেট সিটি করপোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সহকারী যুবলীগ নেতা সাজলু লস্কর ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি দাবি করেন ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। মূলত ভারতে অবস্থানকালে পুলিশকে অবহিত না করা সংক্রান্ত জটিলতায় গ্রেপ্তার হয়েছেন এই চার নেতা।