হোমস শহর দখলের পর সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকতে শুরু করেছেন দেশটির বিদ্রোহীরা। তারা দামেস্কের সন্নিকটে সেদনায়া কারাগারে ঢুকে বন্দিদের মুক্ত করে দিয়েছেন। বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ রবিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি প্লেনে চড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট আসাদ। তবে এমন গুঞ্জনকে অস্বীকার করে প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, আসাদ দামেস্কেই অবস্থান করছেন।
এক বিবৃতিতে বিদ্রোহীরা জানান, ‘আমরা সেদনায়া কারাগারের অত্যাচার-নির্যাতন অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছি।’
অধিকার গোষ্ঠীগুলোর মতে, ওই কারাগারে সিরিয়ার সরকারি বাহিনী বন্দিদের ওপর ভয়ঙ্কর নির্যাতন করতো।
এদিকে, যেকোনও সময় দেশটির স্বৈরশাসক বাশার সরকারের পতন ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।
এক বার্তায় তিনি যোদ্ধাদের সাধারণ মানুষের প্রতি ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন। জোলানি বলেছেন, ‘আমার ভাইয়েরা, আপনাদের প্রতি আমি আবারও আহ্বান জানাচ্ছি- আপনারা যেসব শহর ও গ্রামে প্রবেশ করবেন, সেখানকার মানুষের সঙ্গে সদয় ও নম্র আচরণ করবেন।
তিনি অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।