শরীয়তপুরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করায় শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। শিশুদের মধ্যে নিয়মিত মসজিদে এসে নামাজ পড়ার আগ্রহ যাতে বাড়ে সেই জন্যেই হযরত খানজাহান আলী (র.) জামে মসজিদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জামাল মল্লিকের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।
গতকাল শুক্রবার রাতে কাগদী দক্ষিণ পাড়া হযরত খানজাহান আলী (রঃ) জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে ৭জন শিশুর মাঝে এ উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওভোগ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুর রব আশরাফী, হযরত মাওলানা দ্বীন ইসলাম শরীয়তপুরী, হযরত খানজাহান (র.) জামে মসজিদের ইমাম মনিরুল ইসলাম, হযরত খানজাহান আলী (র.) জামে মসজিদের সভাপতি মজিবুর রহমান বেপারী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাদবর, উপদেষ্টা হাকিম আলী মাদবর, ওই এলাকার মুরব্বি মো. আব্দুল মাদবর, কাগদী খানকা শরীফের পীরজাদা রিয়াজ আহমেদ, হযরত খানজাহান আলী (র.) জামে মসজিদের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাদবর, ক্যাশিয়ার শাহজালাল মাদবর, সহকারী ক্যাশিয়ার মো. স্বপন মাদবর, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী।
শরীয়তপুর সদর উপজেলার কাগদী দক্ষিণ পাড়া, হযরত খানজাহান আলী (র.) জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. জামাল মল্লিক বলেন, আমি মসজিদে নামাজ পড়তে এসে সব সময় দেখি এলাকার ১২ বছর থেকে ৬ বছরের শিশুরা মসজিদে এসে সুন্দর সারিবদ্ধভাবে নামাজ পড়েন, তা দেখে আমার খুবই ভালো লাগে। তাই আমি মসজিদের ইমামের সঙ্গে আলোচনা করে প্রতিনিয়ত নামাজ পড়তে আশা শিশুদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে। ৭ জন শিশুকে পাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসেন এরকম ৭জন শিশুকে পরে বেছে নেওয়া হয়। ৷
এরপর বেছে নেওয়া শিশুদের মধ্যে উপহার প্রদান করি। শিশুরা যাতে প্রতিনিয়ত নামাজের দিকে অগ্রসর হয়ে মসজিদে আসেন সেই চিন্তা থেকেই আমার এই উদ্যোগ। দোয়া করবেন আমি আগামীতেও যেন নামাজি শিশুদের জন্য আমার এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি।