ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার মালয়েশিয়ায় শাকিবের ‘দরদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৪ বার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাম্প্রতিক দুটি সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮টি হলে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা অনন্য মামুন।

সম্প্রতি দেশটির রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে পরিবেশক প্রতিষ্ঠান জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল জানান, আগামী ৬ তারিখে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আর ৭ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ১৮টি হলে ‘দরদ’ মুক্তি পাবে।

তিনি আরও জানান, দেশটির কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং,শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত সিনেমা হলে ‘দরদ’ প্রদর্শিত হবে।

মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু বলেন, ‘মালয়েশিয়ায় আগেও আমরা শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমাটি চালিয়েছি। প্রবাসীরা শাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়াতে শাকিবিয়ান ভক্তরা “দরদ” মুভি দেখার জন্য হলগুলোতে উপস্থিত থাকবে বলে আশা করছি।

জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি বলেন, ‘এর আগে আমরা “তুফান” রিলিজ করেছি তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু এবার সব কিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছে। সবকিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাই-বোনেরা “দরদ” উপভোগ করবে, আশা করছি। তার ভেতর শাকিব ভাই মালয়েশিয়া এসে আরো জমজমাট করবে তার ভক্তদের হলে আশার জন্য। সকল শাকিবিয়ানদের আবার হলে দেখতে পারব সেই আশাই করছি।’

উল্লেখ্য, ‘দরদ’ সিনেমায় শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান, কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এবার মালয়েশিয়ায় শাকিবের ‘দরদ

আপডেট টাইম : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাম্প্রতিক দুটি সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮টি হলে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা অনন্য মামুন।

সম্প্রতি দেশটির রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে পরিবেশক প্রতিষ্ঠান জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল জানান, আগামী ৬ তারিখে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আর ৭ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ১৮টি হলে ‘দরদ’ মুক্তি পাবে।

তিনি আরও জানান, দেশটির কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং,শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত সিনেমা হলে ‘দরদ’ প্রদর্শিত হবে।

মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু বলেন, ‘মালয়েশিয়ায় আগেও আমরা শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমাটি চালিয়েছি। প্রবাসীরা শাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়াতে শাকিবিয়ান ভক্তরা “দরদ” মুভি দেখার জন্য হলগুলোতে উপস্থিত থাকবে বলে আশা করছি।

জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি বলেন, ‘এর আগে আমরা “তুফান” রিলিজ করেছি তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু এবার সব কিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছে। সবকিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাই-বোনেরা “দরদ” উপভোগ করবে, আশা করছি। তার ভেতর শাকিব ভাই মালয়েশিয়া এসে আরো জমজমাট করবে তার ভক্তদের হলে আশার জন্য। সকল শাকিবিয়ানদের আবার হলে দেখতে পারব সেই আশাই করছি।’

উল্লেখ্য, ‘দরদ’ সিনেমায় শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান, কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।