গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজছাত্র তনয় মজুমদার (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলটির অপর দুই আরোহী। শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তনয় মুকসুদপুর উপজেলার বহুগ্রামের লক্ষণ মজুমদারের ছেলে এবং টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের বাংলা বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহতদের সূত্রে জানা গেছে, তনয় জেলা সদর থেকে নতুন মোটরসাইকেল কিনে দুজনকে সঙ্গে নিয়ে তারা তাদের গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার বহুগ্রামে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তনয় মজুমদারকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।