ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালো কাজের প্রস্তাব পেলে ছাড় দিতে রাজি আছি : মৌসুমী মৌ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২ বার
মৌসুমী মৌ-এর উপস্থাপনায় আজ থেকে নাগরিক টেলিভিশনে শুরু হচ্ছে ‘ক্রিকবাজ’। ১০ অক্টোবর মুক্তি পাবে তাঁর অভিনীত ওয়েব ছবি ‘ত্রিভুজ’। সেদিনই আবার মূকাভিনয়ে অংশ নিতে যাবেন দক্ষিণ কোরিয়া। মৌয়ের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

[হাঃ হাঃ হাঃ] ঠিক বলেছেন। আজও একটি টিভি অনুষ্ঠানের উপস্থাপনা করছি। বিরতিতে কথা বলছি।

বিজয় টিভির ‘জীবনের গল্প’ অনুষ্ঠানটিতে আজকের অতিথি আমাদের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ভাই। তাঁর জীবনের জয়-পরাজয়, চড়াই-উতরাই নিয়েই আলোচনা করছি। এই অনুষ্ঠানটা উপস্থাপনা করতে খুব ভালো লাগে আমার। দেশের বরেণ্য মানুষদের জীবনের কথা জানতে পারি।
যা দর্শকদের পাশাপাশি আমাকেও অনুপ্রাণিত করে।আজ থেকে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতি কেমন নিয়েছেন?

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময়ও কিন্তু সবচেয়ে বেশি টিভি অনুষ্ঠান আমি উপস্থাপনা করেছি। শেষ ফুটবল বিশ্বকাপের সময়ও কিন্তু সেটা করেছিলাম। এবার নাগরিক টিভির ‘ক্রিকবাজ’ করছি।

খেলা আমাকে খুব টানে। রাতে বাসায় অবসর সময়েও পুরনো খেলাগুলো টিভিতে দেখি। বলতে পারেন, খেলা সম্পর্কে একটা ধারণা আমার তৈরি হয়েছে গত সাট-আট বছরে। তাই খেলা নিয়ে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে খুব একটা চাপ লাগে না।কিছু দিন আগে আপনার অভিনীত নাটক সে থাকে মনের মাঝে মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

কাজের চাপে নাটকটা এখনো দেখতে পারিনি। তবে অনেকেই প্রশংসা করছেন। ফাহিম হাসান মনির ভাইয়ের পরিচালনায় এতে আমার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ ভাই। সাদামাটা একটা গল্প হলেও দর্শক নাটক দারুণ পছন্দ করেছেন। এরই মধ্যে পাঁচ লাখের বেশিবার ইউটিউবে নাটকটি দেখেছে দর্শক।

এক সপ্তাহ পরেই [১০ অক্টোবর] মুক্তি পাবে ত্রিভুজ। ওয়েব ছবিটিতে আপনার চরিত্র ও গল্পটি কেমন?

ছবিটা নিয়ে আমার অনেক স্মৃতি। শুটিং করেছিলাম এ বছর ১৫, ১৬ ও ১৮ জানুয়ারি। তখন ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যাচ্ছিল। কাউকে বুঝতে না দিয়ে নীরবে শুটিং করে গেছি। উপরওয়ালা আমাকে এই শক্তি দিয়েছেন। ভেতরে যা হয়ে যাক, বাইরে থেকে কেউ বুঝতে পারে না। ‘ত্রিভুজ’ পরিচালনা করেছেন আলোক হাসান। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত তিন শ্রেণির তিন কাপলের গল্প বলা হয়েছে। আমি আর সোহেল মণ্ডল নিম্নবিত্ত সমাজের। আমি ফুল বিক্রি করি। একটা দুর্ঘটনার মধ্য দিয়ে আমার জীবনে নেমে আসে অমানিশা। পাশাপাশি অন্য দুটি কাপলের মাঝেও তৈরি হয় টানাপড়েন। এভাবেই এগিয়ে যায় গল্প। সোহেল ভাই আর আমি প্রাচ্যনাটের। তবে এবারই প্রথম একসঙ্গে কাজ করলাম। তিনি অনেক ভালো অভিনেতা। ছবিতে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে গিয়ে বেশ চাপ নিতে হয়েছে।

নতুন কোনো রিয়েলিটি শো উপস্থাপনা করছেন?

চূড়ান্ত হয়েছে। এখনো শুটিং শুরু হয়নি। সব ঠিক থাকলে ডিসেম্বরে আমরা শুটিং করব। ‘কনকা সেরা পরিবার’ শোটির তৃতীয় সিজন হবে এবার। ২২ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে সব জানিয়ে দেবে এনটিভি।

মূকাভিনয়ের খবর কী?

মাঝখানে কিছু দিন বিরতিতে ছিলাম। একটা সুসংবাদ দিই, ১০ অক্টোবর তৃতীয়বারের মতো দক্ষিণ কোরিয়া যাচ্ছি। দেশটির থিয়েটার অ্যাসোসিয়েশন আমন্ত্রণ জানিয়েছে। আমার সঙ্গে আরো থাকবেন মাহবুব ইসলাম ভাই ও মীর লোকমান ভাই। দেশে ফিরব ১৪ অক্টোবর।

নতুন কোনো নাটক বা ছবি হাতে আছে?

না। এখন উপস্থাপনাতেই আমাকে পাওয়া যাবে বেশি। বাংলাদেশে তো আছেই, লন্ডন-আমেরিকার বাঙালিদের কাছ থেকেও আমন্ত্রণ পাচ্ছি অনুষ্ঠান উপস্থাপনা করার। অভিনয়টা কিন্তু বেশ কঠিন কাজ। আমি উপস্থাপনা করেই অভ্যস্ত। হঠাৎ অভিনয়ে ঢুকলে বাচনভঙ্গি পরিবর্তন করতে হয়, চরিত্রের সঙ্গে মিশে যেতে হয়। মোট কথা একেকটা কাজের জন্য বড় একটা সময় প্রস্তুতি নিতে হয়। তাই অভিনয়টা নিয়মিত করা হয় না। তবে ভালো কাজের প্রস্তাব পেলে অবশ্যই সে ক্ষেত্রে ছাড় দিতে রাজি আছি।

ব্যক্তিজীবনে নানা চাড়াই-উতরাই পার করলেন। এখন নিশ্চয়ই থিতু হয়েছেন?

অতীত আর মনে করতে চাই না। সবাইকে বলব, জীবন একটাই। কখনো দ্রুত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। আমি এটার ভুক্তভোগী। একটা দুঃসময় থেকে মুক্তি পেয়েছি। এখন মা-বাবা ও ভাইকে নিয়ে আমার সংসার। হাসি-আনন্দে বেঁচে আছি আমরা চারজন। সারা জীবন এভাবেই পার করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ভালো কাজের প্রস্তাব পেলে ছাড় দিতে রাজি আছি : মৌসুমী মৌ

আপডেট টাইম : ১১:০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
মৌসুমী মৌ-এর উপস্থাপনায় আজ থেকে নাগরিক টেলিভিশনে শুরু হচ্ছে ‘ক্রিকবাজ’। ১০ অক্টোবর মুক্তি পাবে তাঁর অভিনীত ওয়েব ছবি ‘ত্রিভুজ’। সেদিনই আবার মূকাভিনয়ে অংশ নিতে যাবেন দক্ষিণ কোরিয়া। মৌয়ের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

[হাঃ হাঃ হাঃ] ঠিক বলেছেন। আজও একটি টিভি অনুষ্ঠানের উপস্থাপনা করছি। বিরতিতে কথা বলছি।

বিজয় টিভির ‘জীবনের গল্প’ অনুষ্ঠানটিতে আজকের অতিথি আমাদের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ভাই। তাঁর জীবনের জয়-পরাজয়, চড়াই-উতরাই নিয়েই আলোচনা করছি। এই অনুষ্ঠানটা উপস্থাপনা করতে খুব ভালো লাগে আমার। দেশের বরেণ্য মানুষদের জীবনের কথা জানতে পারি।
যা দর্শকদের পাশাপাশি আমাকেও অনুপ্রাণিত করে।আজ থেকে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতি কেমন নিয়েছেন?

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময়ও কিন্তু সবচেয়ে বেশি টিভি অনুষ্ঠান আমি উপস্থাপনা করেছি। শেষ ফুটবল বিশ্বকাপের সময়ও কিন্তু সেটা করেছিলাম। এবার নাগরিক টিভির ‘ক্রিকবাজ’ করছি।

খেলা আমাকে খুব টানে। রাতে বাসায় অবসর সময়েও পুরনো খেলাগুলো টিভিতে দেখি। বলতে পারেন, খেলা সম্পর্কে একটা ধারণা আমার তৈরি হয়েছে গত সাট-আট বছরে। তাই খেলা নিয়ে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে খুব একটা চাপ লাগে না।কিছু দিন আগে আপনার অভিনীত নাটক সে থাকে মনের মাঝে মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

কাজের চাপে নাটকটা এখনো দেখতে পারিনি। তবে অনেকেই প্রশংসা করছেন। ফাহিম হাসান মনির ভাইয়ের পরিচালনায় এতে আমার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ ভাই। সাদামাটা একটা গল্প হলেও দর্শক নাটক দারুণ পছন্দ করেছেন। এরই মধ্যে পাঁচ লাখের বেশিবার ইউটিউবে নাটকটি দেখেছে দর্শক।

এক সপ্তাহ পরেই [১০ অক্টোবর] মুক্তি পাবে ত্রিভুজ। ওয়েব ছবিটিতে আপনার চরিত্র ও গল্পটি কেমন?

ছবিটা নিয়ে আমার অনেক স্মৃতি। শুটিং করেছিলাম এ বছর ১৫, ১৬ ও ১৮ জানুয়ারি। তখন ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যাচ্ছিল। কাউকে বুঝতে না দিয়ে নীরবে শুটিং করে গেছি। উপরওয়ালা আমাকে এই শক্তি দিয়েছেন। ভেতরে যা হয়ে যাক, বাইরে থেকে কেউ বুঝতে পারে না। ‘ত্রিভুজ’ পরিচালনা করেছেন আলোক হাসান। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত তিন শ্রেণির তিন কাপলের গল্প বলা হয়েছে। আমি আর সোহেল মণ্ডল নিম্নবিত্ত সমাজের। আমি ফুল বিক্রি করি। একটা দুর্ঘটনার মধ্য দিয়ে আমার জীবনে নেমে আসে অমানিশা। পাশাপাশি অন্য দুটি কাপলের মাঝেও তৈরি হয় টানাপড়েন। এভাবেই এগিয়ে যায় গল্প। সোহেল ভাই আর আমি প্রাচ্যনাটের। তবে এবারই প্রথম একসঙ্গে কাজ করলাম। তিনি অনেক ভালো অভিনেতা। ছবিতে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে গিয়ে বেশ চাপ নিতে হয়েছে।

নতুন কোনো রিয়েলিটি শো উপস্থাপনা করছেন?

চূড়ান্ত হয়েছে। এখনো শুটিং শুরু হয়নি। সব ঠিক থাকলে ডিসেম্বরে আমরা শুটিং করব। ‘কনকা সেরা পরিবার’ শোটির তৃতীয় সিজন হবে এবার। ২২ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে সব জানিয়ে দেবে এনটিভি।

মূকাভিনয়ের খবর কী?

মাঝখানে কিছু দিন বিরতিতে ছিলাম। একটা সুসংবাদ দিই, ১০ অক্টোবর তৃতীয়বারের মতো দক্ষিণ কোরিয়া যাচ্ছি। দেশটির থিয়েটার অ্যাসোসিয়েশন আমন্ত্রণ জানিয়েছে। আমার সঙ্গে আরো থাকবেন মাহবুব ইসলাম ভাই ও মীর লোকমান ভাই। দেশে ফিরব ১৪ অক্টোবর।

নতুন কোনো নাটক বা ছবি হাতে আছে?

না। এখন উপস্থাপনাতেই আমাকে পাওয়া যাবে বেশি। বাংলাদেশে তো আছেই, লন্ডন-আমেরিকার বাঙালিদের কাছ থেকেও আমন্ত্রণ পাচ্ছি অনুষ্ঠান উপস্থাপনা করার। অভিনয়টা কিন্তু বেশ কঠিন কাজ। আমি উপস্থাপনা করেই অভ্যস্ত। হঠাৎ অভিনয়ে ঢুকলে বাচনভঙ্গি পরিবর্তন করতে হয়, চরিত্রের সঙ্গে মিশে যেতে হয়। মোট কথা একেকটা কাজের জন্য বড় একটা সময় প্রস্তুতি নিতে হয়। তাই অভিনয়টা নিয়মিত করা হয় না। তবে ভালো কাজের প্রস্তাব পেলে অবশ্যই সে ক্ষেত্রে ছাড় দিতে রাজি আছি।

ব্যক্তিজীবনে নানা চাড়াই-উতরাই পার করলেন। এখন নিশ্চয়ই থিতু হয়েছেন?

অতীত আর মনে করতে চাই না। সবাইকে বলব, জীবন একটাই। কখনো দ্রুত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। আমি এটার ভুক্তভোগী। একটা দুঃসময় থেকে মুক্তি পেয়েছি। এখন মা-বাবা ও ভাইকে নিয়ে আমার সংসার। হাসি-আনন্দে বেঁচে আছি আমরা চারজন। সারা জীবন এভাবেই পার করতে চাই।