ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় সমিতির ৩০ লক্ষ টাকা আত্মসাৎ ও অফিস ঘর দখল বিষয়ে শেয়ার হোল্ডার ও সদস্যরা ক্যাশিয়ার দুলাল মিয়ার বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
আজ মঙ্গলবার সকালে সদরের নতুন বাজারে সমিতির অফিস ঘরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে। জানা যায় ১৪১৮ বাংলা সালে সমবায় অধিদপ্তরের ৫৩ নং রেজিস্ট্রেশন মূলে “ইটনা হাজারী কান্দা একতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি” ১১ জন শেয়ার হোল্ডার নিয়ে আত্ন প্রকাশ করে।
শুরুতে সমিতি আইন অনুযায়ী চললেও যতই দিন যায় নানা অজুহাতে ক্যাশিয়ার দুলাল মিয়া সমিতির আইন অমান্য করে আওয়ামী লীগের দলীয় ক্ষমতার দাপটে সমিতির নগদ ৩০ লক্ষ টাকা আত্মসাৎ ও নতুন বাজারে সমিতির নামে ক্রয় করা দুটি অফিস ঘর দখল করে নেয়। শেয়ার হোল্ডার সাবেক মেম্বার আসলাম মিয়া বলেন এ ব্যাপারে দীর্ঘদিন ধরে প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় এমপির নিকট বিচার চেয়েও বছরের পর বছর ঘুরে কোন সুবিচার পাইনি। গত ৫ আগষ্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতন হলে ক্যাশিয়ার দুলাল মিয়া গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়।
সমিতির সভাপতি লহর মিয়া ও সেক্রেটারি জসিম উদ্দিন বলেন আমরা তাকে সমিতির টাকার হিসাব ও ফেরত দেওয়ার কথা বললে তিনি আমাদের কে মারধরের হুমকি দেয়। এমনকি উল্টো আমাদের নামে ইটনা থানায় একটি লুটপাট ও ভাঙচুরের মিথ্যা অভিযোগ দায়ের করেন। আরেক শেয়ার হোল্ডার আয়ূব আলী মিয়া বলেন এই সমিতি ছাড়াও দুলাল মিয়ার সাথে সদরের হিরন পুরে যৌথ মালিকানায় একটি “ইট ভাটা” করে ছিলাম সেখানে প্রায় ৮০ লক্ষ টাকার হিসাবের গরমিল। দুলাল মিয়া এখন ও পর্যন্ত সে টাকার কোন হিসাব দেয়নাই। সদস্য বিপুল মিয়া বলেন আমি ঋণ নিয়ে সুদসহ পরিশোধ করেছি কিন্তু আমার জমানো ডিপিএস আজও পর্যন্ত দুলাল মিয়া ফেরত দেয়নি।
এ ব্যাপারে দুলাল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন কথা বার্তা বলছেন।