নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ ফ্যাসিষ্ট পতিত সরকারের অবর্ণনীয় নির্যাতনের শিকার সদ্য কারামুক্ত নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মদন উপজেলা শাখার ব্যানারে শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লুৎফুজ্জামান বাবররের বাসভবনে সংবর্ধনা সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। সভায় সকল বক্তা ভাটি বাংলার প্রাণের নেতা লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি জানায়।
উপজেলা ছাত্রদল সভাপতি এস.এইচ পিপুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. নুরুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক সাইফ আহমেদ সেকুল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির। সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল হেলিম ভুলু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ ও শামছুল আলম লালু, সাবেক যুগ্ম-সম্পাদ শহিদুল ইসলাম বকুল ও ফজলে এলাহী টুটন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সবেক সহ-সভাপতি মির্জা রমজান আলী, সাবেক যুগ্ম-আহব্বায়ক বদরুজ্জামান শেখ মানিক, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, পৌর যুবক সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল-আমীন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি প্রমুখ। সভায় গত সরকারের আমলে নির্যাতিত ও কারামুক্ত নেতাকর্মীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।