ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ছিনতাই হওয়া চলন্ত বাস থেকে লাফ, বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ২২ বার

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া বাসের জানালা দিয়ে লাফ দেওয়ায় মাথায় আঘাত লেগে ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা আকতার স্বর্ণা (২১) নিহত হয়েছেন।

যাত্রীবেশী ছিনতাইকারী বুধবার দুপুরের দিকে উপজেলার ধনকুন্ডি এলাকায় খাবার হোটেলের সামনে থেকে বাসটি ছিনতাই করে। মির্জাপুর এলাকায় চলন্ত বাস থেকে রাস্তায় লাফ দেন ওই ছাত্রী। ছিনতাইকারী বাসটি চালিয়ে শাজাহানপুরের বনানীর লিচুতলা এলাকায় ফেলে পালিয়ে যান।

পরে পুলিশ বাসটি উদ্ধার ও ছিনতাইকারী রনি মোল্লাকে (২৫) বাড়ি থেকে গ্রেফতার করে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন ও হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইন্সপেক্টর আবুল হাশেম এ তথ্য দিয়েছেন।

নিহত ছাত্রী সানজিদা আকতার স্বর্ণা বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে স্নিগ্ধা আবাসিক প্রকল্পে বসবাসকারী আবদুর রউফ তালুকদারের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়তেন। কোটা বিরোধী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ায় স্বর্ণা শাহ ফতেহআলী পরিবহণের বাসে বগুড়ার বাড়িতে ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বাসটি বগুড়ার শেরপুরের ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাসে তিনজন বয়স্ক নারী ও স্বর্ণা ছিলেন। চালক ও সুপারভাইজার দরজা খোলা রেখে হোটেলে খেতে যান। এ সময় ওই বাসের যাত্রীবেশী ছিনতাইকারী বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি এলাকার রাজ মোল্লার ছেলে রনি মোল্লা বিকল্প চাবি দিয়ে বাস স্টার্ট দিয়ে বগুড়ার দিকে পালিয়ে যান। পথিমধ্যে শেরপুরে মির্জাপুর এলাকায় বাস পৌঁছলে ছাত্রী স্বর্ণা বাসটি ছিনতাই হয়েছে বলে চিৎকার করেন ও জানালা দিয়ে মহাসড়কে লাফ দেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, যাত্রীবেশী ছিনতাইকারী রনি মোল্লা বাসটি তার থানা এলাকায় বনানীর লিচুতলা এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে বাসটি উদ্ধার ও বেতগাড়ি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিহত ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার বাস চালক রনি মোল্লা তাদের হেফাজতে রয়েছে। বুধবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কল্যানমুখী দেশ গড়তে সর্বশ্রেণির মানুষকে এগিয়ে আসার আহবান- এড.জুবায়ের

ছিনতাই হওয়া চলন্ত বাস থেকে লাফ, বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

আপডেট টাইম : ১১:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া বাসের জানালা দিয়ে লাফ দেওয়ায় মাথায় আঘাত লেগে ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা আকতার স্বর্ণা (২১) নিহত হয়েছেন।

যাত্রীবেশী ছিনতাইকারী বুধবার দুপুরের দিকে উপজেলার ধনকুন্ডি এলাকায় খাবার হোটেলের সামনে থেকে বাসটি ছিনতাই করে। মির্জাপুর এলাকায় চলন্ত বাস থেকে রাস্তায় লাফ দেন ওই ছাত্রী। ছিনতাইকারী বাসটি চালিয়ে শাজাহানপুরের বনানীর লিচুতলা এলাকায় ফেলে পালিয়ে যান।

পরে পুলিশ বাসটি উদ্ধার ও ছিনতাইকারী রনি মোল্লাকে (২৫) বাড়ি থেকে গ্রেফতার করে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন ও হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইন্সপেক্টর আবুল হাশেম এ তথ্য দিয়েছেন।

নিহত ছাত্রী সানজিদা আকতার স্বর্ণা বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে স্নিগ্ধা আবাসিক প্রকল্পে বসবাসকারী আবদুর রউফ তালুকদারের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়তেন। কোটা বিরোধী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ায় স্বর্ণা শাহ ফতেহআলী পরিবহণের বাসে বগুড়ার বাড়িতে ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বাসটি বগুড়ার শেরপুরের ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাসে তিনজন বয়স্ক নারী ও স্বর্ণা ছিলেন। চালক ও সুপারভাইজার দরজা খোলা রেখে হোটেলে খেতে যান। এ সময় ওই বাসের যাত্রীবেশী ছিনতাইকারী বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি এলাকার রাজ মোল্লার ছেলে রনি মোল্লা বিকল্প চাবি দিয়ে বাস স্টার্ট দিয়ে বগুড়ার দিকে পালিয়ে যান। পথিমধ্যে শেরপুরে মির্জাপুর এলাকায় বাস পৌঁছলে ছাত্রী স্বর্ণা বাসটি ছিনতাই হয়েছে বলে চিৎকার করেন ও জানালা দিয়ে মহাসড়কে লাফ দেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, যাত্রীবেশী ছিনতাইকারী রনি মোল্লা বাসটি তার থানা এলাকায় বনানীর লিচুতলা এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে বাসটি উদ্ধার ও বেতগাড়ি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিহত ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার বাস চালক রনি মোল্লা তাদের হেফাজতে রয়েছে। বুধবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।