মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসর বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে মুক্তিযুদ্ধের সন্তানদের সংগঠিত করার লক্ষ্যে “মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ” নামক সংগঠনের আত্ম প্রকাশ।
দীর্ঘ আলাপ আলোচনার পর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠিত করার উদ্দেশ্যে সারা বাংলাদেশের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ টেনিস ফেডারেশন, রুম নং ১, পশ্চিম গ্যালারিতে সৈয়দ জাহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তানদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান খোশনবীশ, মাওলাদ হোসেন নাসিম, এস এম এরশাদ হোসেন, কে এম রফিকুল কাদের, জিয়ারত খান হিটলার, এডভোকেট নাজমুল করিম, আনাসার আলী, মনির হোসেন, মিজানুর রহমান, আব্দুল আলিম, ডাঃ সুমতি বৈদ্য, এ কে এম শহিদুল্লাহ, এইচ বি এম আসাদুজ্জামান, আমিনুল ইসলামসহ বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে “মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ” নামে একটি সংগঠন গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী দিনের সারা দেশের মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠিত করার লক্ষ্যে সৈয়দ জাহিদুল ইসলাম মিলনকে আহ্বায়ক এবং এস এম এরশাদ হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।