নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান সংগহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্যগুদাম চত্বরে ধান ক্রয়ের উদ্বোধন করেন খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলায় ২ হাজার ৪৭৬ মে. টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩২ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ অভিযান চলতি বছরের ৩১ আগষ্ট মাস পর্যন্ত চলবে।
ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ সানোয়ার হোসেন, মদন খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সালেক, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল ও আলী আজগড় পণির উপস্থিত ছিলেন।