ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগের দুই বিয়ে নিয়ে মুখ খুললেন চমকের স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ৩৯ বার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মাত্র নয় টাকায় বিয়ে করে চমক দেখিয়েছিলেন। ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন তিনি। তবে খুব দ্রুতই প্রকাশ্যে আসে চমকের আগে আরও দুটি বিয়ে করেছিলেন নাসির। এবার নিজেও সে বিয়ের কথা স্বীকার করলেন চমকের স্বামী।

আজ বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেসবুক লাইভে এসে আজমান নাসির বলেন, ‘কিছু নিউজ দেখছিলাম অনলাইন পত্রিকাতে। চমকের স্বামীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তথ্য কী? আমার আগের দুইটি বিয়ে নিয়ে আপনারা (সাংবাদিকরা) নিউজ করেছেন। হ্যাঁ, দুটি বিয়ে করেছিলাম শরিয়াহ্‌ মোতাবেক এবং শরিয়াহ্‌ মোতাবেকই ডিভোর্স হয়েছিল আমার।’

তিনি বলেন, ‘ডিভোর্সের অনেক পরে চমকের সঙ্গে আমার পরিচয় হয়। আমাদের প্রেম হয় এবং ইসলামি শরিয়াহ্‌ মোতাবেক আমরা বিয়ে করি। এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে। চমক একটি অসাধারণ মেয়ে এবং যেকোনো পুরুষ চমকের মেয়েকে মনে হয় ন প্রত্যাখ্যান করবে, তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করবে। আমি অতি সাধারণ একটা ছেলে। আমি একটি সাধারণ ছেলে হলেও চমক আমাকে ভালোবেসেছে, এটি আমার জন্য খুবই ভাগ্যের বিষয়। হয়তো বা আমি কোনো পূণ্যের কাজ করেছি যার জন্য চমকের মতো মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে পেয়েছি।’

চমকের স্বামী বলেন, ‘তো এখন আমি জানতে চাই, আমার ভুলটা কোথায় হয়েছে? আমার আগের দুটি ডিভোর্স হওয়ার পর শরিয়াহ্‌ মোতাবেক চমককে বিয়ে করেছি, এটা কি আমার অপরাধ? মানুষ তো এখন অনেক অনৈতিকভাবে একসঙ্গে থাকছে, বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে- আমি তো এই ধরনের কিছু করিনি। আমার তো চমকের সঙ্গে পরিচয় ডিভোর্সের অনেক পরে।’

তিনি বলেন, ‘চমক আমার অতীত সম্পর্কে খুব একটা জানতেও চায় নাই। সে আমাকে ভালোবেসেছে, আমি তাকে ভালোবেসেছি, আমরা দুজন দুজনের সঙ্গে সারাটা জীবন সুখে-শান্তিতে কাটাতে চেয়েছি কিন্তু আপনার এভাবে সস্তা টিআরপি পাওয়ার আশায় যে ধরনের নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি দিন সুখে-শান্তিতে থাকতে পারব এবং আপনারা চানও না যে আমরা এভাবে সুখে-শান্তিতে থাকতে পারি।’

আজমান নাসির বলেন, ‘আপনারা কি চান? যেভাবে কমেন্টে লিখছেন আমাদের নয়দিনও বিয়ে টিকবে না, নয় টাকার দেনমোহর। আপনারা কি চান যে আমাদের ডিভোর্স হয়ে যাক? আমাদের ডিভোর্স হয়ে গেলে কি আপনারা খুশি হবেন? এটাই কি সমাধান? না আমরা দুজন দুজনের সঙ্গে সারাজীবন সুখে-শান্তিতে থাকতে পারি এটা আপনারা আশা করেন?’

বলেন, ‘আমার দুটি ডিভোর্স হওয়ার পর ভরসা উঠে গিয়েছিল। মেয়েরা কি পরিমাণ প্রতারক হতে পারে, সেটা হাড়ে হাড়ে আমি টের পেয়েছি। তো চমকের সঙ্গে পরিচয় হওয়ার পরে আমার উপলব্ধি হয়েছে যে সব মেয়ে এক রকম না।’

চমকের স্বামী বলেন, ‘আমি আমার কুৎসিত অধ্যায়টা কখনোই চমকের সামনে আনতে চাইনি। আমি সব সময় চেয়েছি আমার অতীত থেকে চমককে দূরে সরিয়ে রাখতে। কিন্তু আপনাদের এই নিউজগুলোর কারণে আমার অতীত বারবার চমকের সামনে চলে আসছে। আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না। আজকে নিউজ হওয়ার পর থেকে চমকের সামনে দাঁড়াতে পারিনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আগের দুই বিয়ে নিয়ে মুখ খুললেন চমকের স্বামী

আপডেট টাইম : ১২:৪৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মাত্র নয় টাকায় বিয়ে করে চমক দেখিয়েছিলেন। ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন তিনি। তবে খুব দ্রুতই প্রকাশ্যে আসে চমকের আগে আরও দুটি বিয়ে করেছিলেন নাসির। এবার নিজেও সে বিয়ের কথা স্বীকার করলেন চমকের স্বামী।

আজ বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেসবুক লাইভে এসে আজমান নাসির বলেন, ‘কিছু নিউজ দেখছিলাম অনলাইন পত্রিকাতে। চমকের স্বামীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তথ্য কী? আমার আগের দুইটি বিয়ে নিয়ে আপনারা (সাংবাদিকরা) নিউজ করেছেন। হ্যাঁ, দুটি বিয়ে করেছিলাম শরিয়াহ্‌ মোতাবেক এবং শরিয়াহ্‌ মোতাবেকই ডিভোর্স হয়েছিল আমার।’

তিনি বলেন, ‘ডিভোর্সের অনেক পরে চমকের সঙ্গে আমার পরিচয় হয়। আমাদের প্রেম হয় এবং ইসলামি শরিয়াহ্‌ মোতাবেক আমরা বিয়ে করি। এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে। চমক একটি অসাধারণ মেয়ে এবং যেকোনো পুরুষ চমকের মেয়েকে মনে হয় ন প্রত্যাখ্যান করবে, তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করবে। আমি অতি সাধারণ একটা ছেলে। আমি একটি সাধারণ ছেলে হলেও চমক আমাকে ভালোবেসেছে, এটি আমার জন্য খুবই ভাগ্যের বিষয়। হয়তো বা আমি কোনো পূণ্যের কাজ করেছি যার জন্য চমকের মতো মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে পেয়েছি।’

চমকের স্বামী বলেন, ‘তো এখন আমি জানতে চাই, আমার ভুলটা কোথায় হয়েছে? আমার আগের দুটি ডিভোর্স হওয়ার পর শরিয়াহ্‌ মোতাবেক চমককে বিয়ে করেছি, এটা কি আমার অপরাধ? মানুষ তো এখন অনেক অনৈতিকভাবে একসঙ্গে থাকছে, বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে- আমি তো এই ধরনের কিছু করিনি। আমার তো চমকের সঙ্গে পরিচয় ডিভোর্সের অনেক পরে।’

তিনি বলেন, ‘চমক আমার অতীত সম্পর্কে খুব একটা জানতেও চায় নাই। সে আমাকে ভালোবেসেছে, আমি তাকে ভালোবেসেছি, আমরা দুজন দুজনের সঙ্গে সারাটা জীবন সুখে-শান্তিতে কাটাতে চেয়েছি কিন্তু আপনার এভাবে সস্তা টিআরপি পাওয়ার আশায় যে ধরনের নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি দিন সুখে-শান্তিতে থাকতে পারব এবং আপনারা চানও না যে আমরা এভাবে সুখে-শান্তিতে থাকতে পারি।’

আজমান নাসির বলেন, ‘আপনারা কি চান? যেভাবে কমেন্টে লিখছেন আমাদের নয়দিনও বিয়ে টিকবে না, নয় টাকার দেনমোহর। আপনারা কি চান যে আমাদের ডিভোর্স হয়ে যাক? আমাদের ডিভোর্স হয়ে গেলে কি আপনারা খুশি হবেন? এটাই কি সমাধান? না আমরা দুজন দুজনের সঙ্গে সারাজীবন সুখে-শান্তিতে থাকতে পারি এটা আপনারা আশা করেন?’

বলেন, ‘আমার দুটি ডিভোর্স হওয়ার পর ভরসা উঠে গিয়েছিল। মেয়েরা কি পরিমাণ প্রতারক হতে পারে, সেটা হাড়ে হাড়ে আমি টের পেয়েছি। তো চমকের সঙ্গে পরিচয় হওয়ার পরে আমার উপলব্ধি হয়েছে যে সব মেয়ে এক রকম না।’

চমকের স্বামী বলেন, ‘আমি আমার কুৎসিত অধ্যায়টা কখনোই চমকের সামনে আনতে চাইনি। আমি সব সময় চেয়েছি আমার অতীত থেকে চমককে দূরে সরিয়ে রাখতে। কিন্তু আপনাদের এই নিউজগুলোর কারণে আমার অতীত বারবার চমকের সামনে চলে আসছে। আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না। আজকে নিউজ হওয়ার পর থেকে চমকের সামনে দাঁড়াতে পারিনি।’