ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপজয়ী দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ৯ বার

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার পর মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পুরস্কৃত করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিশ্বকাপ জয় করে দেশে ফেরা ভারতীয় দলকে স্বাগত জানাতে মুম্বাইয়ের বিমানবন্দরের ভিতর বাইরে জড়ো হয় হাজার হাজার সমর্থক।

বিশ্বকাপ জয়ের আনন্দে শামিল হয়েছে পুরো দেশ। প্রত্যেকের হাতে পোস্টার। সেখানে রোহিত, বিরাটদের নাম লেখা। তারা ক্রিকেটারদের ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন।

মুম্বাইয়ের মেরিন ড্রাইভে হুডখোলা বাসে ছিলেন বিশ্বকাপজয়ী তারকারা। ভিকট্রি প্যারেডে অংশ নেবে ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয় বিশেষ অনুষ্ঠান।

বিমান থেকে নামার অনেক আগে থেকেই ভিড় ছিল মুম্বইয়ের রাস্তায়। মেরিন ড্রাইভের রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। রাস্তার দখল করে রাখেন ক্রিকেট ভক্তরা। যে কারণে গাড়ি দাঁড়িয়ে যায়। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। এই ভিড়ের মধ্যে দিয়ে ক্রিকেটারদের বাস নিয়ে যাওয়া হয় ওয়াংখেড় স্টেডিয়ামে।

ভিকট্রি প্যারেড শেষে হুডখোলা বাস থেকে নেমে মাঠে নেমেই ঢাক-ঢোল ও চক দে ইন্ডিয়া গানের তালে নাচতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। স্টেডিয়াম প্রদক্ষিণ করে অভিবাদন গ্রহণ করেন বিশ্বকাপজয়ীরা।

মাঠে প্রবেশ করেই নাচতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। সবচেয়ে বেশি নজর কেড়েছেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। অনুষ্ঠানের শেষে ভারতীয় দলের ভিকট্রি ল্যাপেও ফিরল ২০১১ সালের বিশ্বজয়ের স্মৃতি।

এদিন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা বলেন, মুম্বাই কখনও হতাশ করে না। আমরা সলিড রিসেপশনের সাক্ষী থাকলাম। গোটা দলের পক্ষ থেকে এ জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। আমি খুব খুব খুশি ও তৃপ্ত।

রোহিত আরও বলেন, শেষ ওভারে হার্দিক অসাধারণ বোলিং করেছেন। এই সময় রোহিতের মুখে হার্দিকের প্রশংসা শুনেই গ্যালারিতে উঠল হার্দিক-হার্দিক ধ্বনি। চোখে জল নিয়ে সমর্থকদের দিকে তাকিয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জানান হার্দিক। নিশ্চিতভাবেই আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।

বিরাট কোহলি যখন বক্তব্য দিতে যাচ্ছিলেন তখন ওয়াংখেড়ের গোটা গ্যালারি গর্জে উঠল চেনা কোহলি-কোহলি ধ্বনিতে। বিরাট কোহলি উচ্ছ্বসিত প্রশংসা করেন জসপ্রীত বুমরাহর। তিনি বলেন, এমন বোলার একটা গোটা প্রজন্মে একজনই হন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহর ডেথ ওভারের বোলিং দেখে অভিভূত।

আজ সকালে দিল্লি পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল। বেলা ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারা সাক্ষাত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপজয়ী দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

আপডেট টাইম : ১২:২৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার পর মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পুরস্কৃত করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিশ্বকাপ জয় করে দেশে ফেরা ভারতীয় দলকে স্বাগত জানাতে মুম্বাইয়ের বিমানবন্দরের ভিতর বাইরে জড়ো হয় হাজার হাজার সমর্থক।

বিশ্বকাপ জয়ের আনন্দে শামিল হয়েছে পুরো দেশ। প্রত্যেকের হাতে পোস্টার। সেখানে রোহিত, বিরাটদের নাম লেখা। তারা ক্রিকেটারদের ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন।

মুম্বাইয়ের মেরিন ড্রাইভে হুডখোলা বাসে ছিলেন বিশ্বকাপজয়ী তারকারা। ভিকট্রি প্যারেডে অংশ নেবে ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয় বিশেষ অনুষ্ঠান।

বিমান থেকে নামার অনেক আগে থেকেই ভিড় ছিল মুম্বইয়ের রাস্তায়। মেরিন ড্রাইভের রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। রাস্তার দখল করে রাখেন ক্রিকেট ভক্তরা। যে কারণে গাড়ি দাঁড়িয়ে যায়। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। এই ভিড়ের মধ্যে দিয়ে ক্রিকেটারদের বাস নিয়ে যাওয়া হয় ওয়াংখেড় স্টেডিয়ামে।

ভিকট্রি প্যারেড শেষে হুডখোলা বাস থেকে নেমে মাঠে নেমেই ঢাক-ঢোল ও চক দে ইন্ডিয়া গানের তালে নাচতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। স্টেডিয়াম প্রদক্ষিণ করে অভিবাদন গ্রহণ করেন বিশ্বকাপজয়ীরা।

মাঠে প্রবেশ করেই নাচতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। সবচেয়ে বেশি নজর কেড়েছেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। অনুষ্ঠানের শেষে ভারতীয় দলের ভিকট্রি ল্যাপেও ফিরল ২০১১ সালের বিশ্বজয়ের স্মৃতি।

এদিন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা বলেন, মুম্বাই কখনও হতাশ করে না। আমরা সলিড রিসেপশনের সাক্ষী থাকলাম। গোটা দলের পক্ষ থেকে এ জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। আমি খুব খুব খুশি ও তৃপ্ত।

রোহিত আরও বলেন, শেষ ওভারে হার্দিক অসাধারণ বোলিং করেছেন। এই সময় রোহিতের মুখে হার্দিকের প্রশংসা শুনেই গ্যালারিতে উঠল হার্দিক-হার্দিক ধ্বনি। চোখে জল নিয়ে সমর্থকদের দিকে তাকিয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জানান হার্দিক। নিশ্চিতভাবেই আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।

বিরাট কোহলি যখন বক্তব্য দিতে যাচ্ছিলেন তখন ওয়াংখেড়ের গোটা গ্যালারি গর্জে উঠল চেনা কোহলি-কোহলি ধ্বনিতে। বিরাট কোহলি উচ্ছ্বসিত প্রশংসা করেন জসপ্রীত বুমরাহর। তিনি বলেন, এমন বোলার একটা গোটা প্রজন্মে একজনই হন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহর ডেথ ওভারের বোলিং দেখে অভিভূত।

আজ সকালে দিল্লি পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল। বেলা ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারা সাক্ষাত করেন।