নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে তিন দিনের ব্যবধানে প্রায় ৬ ফুট লম্বা ২টি বিষাক্ত গোখরা (মাচ্ছুয়া) সাপকে পিঠিয়ে মেরেছে জনতা। হাওরের পানি বৃদ্ধি পাওয়া বিষাক্ত সাপ ২টি বসত বাড়িতে প্রবেশ করে। শনিবার (২৯ জুন) রাত ৮ টার দিকে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী (মণিকা কান্দা পাড়া) গ্রামে ১টি পদ্ম গোখরা (মাচ্ছুয়) সাপ মারা হয়। এর আগে গত বুধবার (২৬ জুন) রাত ৯ টায় একই স্থানে ৬ ফুট লম্বা আরো ১টি পদ্ম গোখরা (মাচ্ছুয়া) সাপকে পিঠিয়ে মারা হয়েছিলো।
হাওরাঞ্চল হিসাবে পরিচিত নেত্রকোণা মদন উপজেলার অধিকাংশ গ্রামের চার পাশে বর্ষার পানি থৈ থৈ করছে৷ অপর দিকে সারা দেশে বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের আতংক বিরাজ করছে। গত বুধবার রাতে ১টি বিষাক্ত সাপ কদমশ্রী মনিকা কান্দা পাড়া গ্রামে ফারুক তালুকদারের বসত বাড়িতে প্রবেশ করে। ঐ গ্রামেরই অলিউল্লাহ নামের এক যুবক হাওরে মাছ ধরতে যাওয়ার সময় তা দেখতে পায়। পরে স্থানীয় লোকজন বিষাক্ত পদ্ম গোখরা (মাচ্ছুয়া) সাপটিকে পিটিয়ে মারে। গতকাল শনিবার রাতে ঠিক আগের জায়গায় আরেকটি ৬ ফুট লম্বা গোখরা (মাচ্ছুয়া) সাপকে পিটিয়ে মারে জনতা।
কদমশ্রী গ্রামের মেহেদী হাসান পরশ নামের এক যুবক জানান, কয়েকজন কিশোর মাছ ধরার জন্য গেলে সাপটি দেখতে পায়। পরে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। বুধবার ঠিক একই স্থানে আরেকটি সাপ মারা হয়েছিল। হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় মূলত সাপ বসত বাড়িতে চলে আসে।
গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান,নহাওরের পানি বৃদ্ধি পাওয়ায় মূলত সাপ বসত বাড়িতে চলে আসে। আমার এলাকায় আজ আরেকটি বিষাক্ত সাপ মারা হয়েছে। গত বুধবার ঠিক একই স্থানে আরেকটি সাপ মারা হয়েছি।