নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে জোড়পূর্বক কবরস্থানের সরকারি জায়গায় মাটি ফেলে দখলে নেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী ভূঁইয়াহাটি গ্রামের বাসিন্দারা তাদের গ্রামের পাশে একটি সরকারি খাসজমিতে কবরস্থান নির্মাণ করেন।
কয়েক যুগ আগে থেকে স্থানীয় লোকজনের কাছে গাছতলা কবরস্থান হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে গাছতলা কবরস্থানে ওই এলাকার মৃত ব্যাক্তিদের দাফন করা হচ্ছে।
সম্প্রতি গোবিন্দশ্রীর নসির উজ্জ্বল হাটি গ্রামের প্রভাবশালী গোলাপ খান,হাবিব খান রাহাত খান জোড়পূর্বক কবরস্থানে জায়গায় মাটি কেটে ঘর নির্মাণ করার পায়ঁতারা করছে। এর সাথে জায়গাটি বিক্রি করার জন্য সাইবোর্ড লাগানো হয়েছে। গ্রামবাসী প্রতিবাদ করায় তাদেরকে নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
গোবিন্দশ্রী ভূঁইয়াহাটি গ্রামের বাসিন্দা রনি খান,বুলবুল ইয়ার খান,রুবেল মিয়া,দুলাল মিয়াসহ অনেকেই জানান, ‘গাছতলা কবরস্থানটি সরকারি জায়গায়। এখানে আমার দাদা-দাদী, মা-বাবার কবর রয়েছে। নসির উজ্জ্বলহাটি গ্রামের প্রভাবশালী গোলাপ খান,হাবিব খান, রাহাত খান জোড়পূর্বক কবরস্থানের জায়গায় মাটি ফেলে ঘর নির্মাণ করার পায়ঁতারা করছে। মা-বাবা, দাদা-দাদীর কবর রক্ষার্থে নিরুপায় হয়ে ইউএনও স্যারের কাছে অভিযোগ করেছি।
নজরুল ইসলাম গোলাপ খান জানান, জায়গাটি কবরস্থানের ঠিক। কিন্তু কবরস্থানের সীমানায় আমার জমি রয়েছে। তাই এই জায়গাটি আমিই ভোগ করব।
গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান জানান, গোবিন্দশ্রী গ্রামে সরকারি জায়াগার কবরস্থানটি গোলাপ মিয়াসহ কয়েকজন মাটি কাটায় আমি নিষেধ করেছি। সরকারি জায়গা যাতে কেই ব্যবহার করতে না পারে সে বিষয়ে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া জানান, কবরস্থান দখল করার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে সহকারি কমিশনার (ভূমি) কে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।