নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”, “নারীর সমাধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মদনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে’র আয়োজনে “আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪” উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া’র সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মদন উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটিসহ অন্যান্য সংগঠন অংশগ্রহণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান, সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার, যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, পল্লী সঞ্চয় বাংকের মদন শাখা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা অফিসার মো. সিরাজুল হক ভুঁইয়া, উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক এসএম সোহাগ, বিভিন্ন সংগঠনের নেত্রীরা ও গণমাধ্যমকর্মী প্রমুখ।