সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নির্মাণাধীন সেতু থেকে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজ
বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার দরগাহপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার আমিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (২০)।
স্থানীয়রা জানান, সকালে তিন যুবক মোটরসাইকেল নিয়ে সেতুর ওপর দিয়ে যাচ্ছিলেন। এসময় ঘন কুয়াশায় সেতুর শেষ প্রান্ত দেখতে না পেয়ে খাদে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।