নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো খামারিদের জীবন মান উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মদন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কুঠুরীকোণা মডেল এর খামারিদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের মদন শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উদ্যোক্ত ইয়াছিন মিয়াসহ অন্যান্য উদ্যোক্তাগণ ও গণমাধ্যমকর্মী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন, কৃষকদের কৃষি কার্ড বা অন্যান্য পেশার মানুষের তাদের পেশা অনুযায়ী কার্ড রয়েছে। কিন্তু কুঠুরীকোণা খামারিদের কার্ড নেই। তাই তাদের কাজের স্বীকৃতি স্বরুপ কার্ড দেওয়া হয়েছে।