২০ জুলাই শুরু বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন

আগামী ২০ জুলাই থেকে শুরু হবে প্রথমবারের মতো সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের আবেদন। ১০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

ইতিমধ্যে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ

১৫ হাজারের বেশি পদ পূরণের জন্য চাহিদাপত্র দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে। কোন প্রতিষ্ঠানে কতটি শূন্যপদ রয়েছে তা এনটিআরসিএ ওয়েবসাইটে প্রকাশিত ই অ্যাডভারটাইজমেন্টের মাধ্যমে জানা যাবে।

আগ্রহী নিবন্ধন সনদধারীরা ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট পদসমূহের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র বাছাই শেষে মেধার ভিত্তিতে প্রতিপদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের সুপারিশ করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর