মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থ বছরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সুশাসন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সভাপতিত্ব করেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। সঞ্চালনায় ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম আরিফ, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার।
এ সময় মডেল-১.স্মার্ট সিটিজেন গড়তে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত যুব সংঘ ‘Youth Network, মডেল-২.হিজড়া সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ‘ত্রিয়নয়ন’ সংঘ, এবং মডেল-৩.তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো খামারিদের জীবন মান উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ‘কুটুরিকোনা মডেল’ উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।