ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একদফা দাবিতে ঢাকার বারো স্থানে ৩৭ দলের সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১০৪ বার

সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে শুক্রবার রাজধানীর ১২ স্থানে সমাবেশ করবে ৩৭টি রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬টি দলও রয়েছে।

আর যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দাবিতে সমাবেশ করবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)। চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনও রাজধানীতে সমাবেশ করবে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এসব সমাবেশ থেকে আমলা ও পুলিশ প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হবে। এক্ষেত্রে সমমনা সব দল ও জোট অভিন্ন বক্তব্য দেবে। এ বক্তব্য লিখিতভাবে বিএনপির পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে।

বিকাল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এতে বক্তব্য রাখবেন মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ মঞ্চের কেন্দ্রীয় নেতারা।
মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, যুগপৎ আন্দোলনের বার্তা খুব পরিষ্কার-অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্র্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলতে হবে। আশা করি, শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনো উসকানি বা বাধা দেবে না। কোনো অপ্রীতিকর পরিস্থিতির চেষ্টা করা হলে, দায় তাদেরকেই বহন করতে হবে।

একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট। এ জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যুগান্তরকে বলেন, তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

বেলা ৩টায় পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ।

বেলা ১১টায় বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

বিকাল ৩টায় গণফোরাম চত্বরে যৌথভাবে মহাসমাবেশ করবে গণফোরাম (একাংশ) ও বাংলাদেশ পিপলস পার্টি। এতে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সদরার চাখারী, মহাসচিব আবদুল কাদের প্রমুখ।

বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বিকাল ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

যুগপৎ আন্দোলনে নতুন যুক্ত হওয়া ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনও (এনডিএম) বিকাল সাড়ে ৩টায় মালিবাগ মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

বিকাল সাড়ে ৩টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। এ ছাড়া চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্যজোট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।

বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দাবিতে সকাল ১১টায় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এতে উপস্থিত থাকবেন পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ কেন্দ্রীয় নেতারা।

ইসলামী আন্দোলনের যুব সংগঠনের সমাবেশ পুরানা পল্টনে: সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনস্থ আন্দোলন চত্বরে (নোয়াখালী টাওয়ারের সামনে) সমাবেশ করবে ইসলামী আন্দোলনের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

একদফা দাবিতে ঢাকার বারো স্থানে ৩৭ দলের সমাবেশ

আপডেট টাইম : ১২:৫০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে শুক্রবার রাজধানীর ১২ স্থানে সমাবেশ করবে ৩৭টি রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬টি দলও রয়েছে।

আর যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দাবিতে সমাবেশ করবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)। চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনও রাজধানীতে সমাবেশ করবে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এসব সমাবেশ থেকে আমলা ও পুলিশ প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হবে। এক্ষেত্রে সমমনা সব দল ও জোট অভিন্ন বক্তব্য দেবে। এ বক্তব্য লিখিতভাবে বিএনপির পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে।

বিকাল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এতে বক্তব্য রাখবেন মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ মঞ্চের কেন্দ্রীয় নেতারা।
মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, যুগপৎ আন্দোলনের বার্তা খুব পরিষ্কার-অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্র্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলতে হবে। আশা করি, শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনো উসকানি বা বাধা দেবে না। কোনো অপ্রীতিকর পরিস্থিতির চেষ্টা করা হলে, দায় তাদেরকেই বহন করতে হবে।

একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট। এ জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যুগান্তরকে বলেন, তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

বেলা ৩টায় পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ।

বেলা ১১টায় বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

বিকাল ৩টায় গণফোরাম চত্বরে যৌথভাবে মহাসমাবেশ করবে গণফোরাম (একাংশ) ও বাংলাদেশ পিপলস পার্টি। এতে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সদরার চাখারী, মহাসচিব আবদুল কাদের প্রমুখ।

বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বিকাল ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

যুগপৎ আন্দোলনে নতুন যুক্ত হওয়া ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনও (এনডিএম) বিকাল সাড়ে ৩টায় মালিবাগ মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

বিকাল সাড়ে ৩টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। এ ছাড়া চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্যজোট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।

বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দাবিতে সকাল ১১টায় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এতে উপস্থিত থাকবেন পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ কেন্দ্রীয় নেতারা।

ইসলামী আন্দোলনের যুব সংগঠনের সমাবেশ পুরানা পল্টনে: সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনস্থ আন্দোলন চত্বরে (নোয়াখালী টাওয়ারের সামনে) সমাবেশ করবে ইসলামী আন্দোলনের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।