মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে উপজেলার সিএনজি/অটোরিক্সা মালিক সমিতি ও চালকদের অংশগ্রহণে, সড়ক পরিবহন আইন-২০১৮ প্রতিপালন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ পরিবহন সেক্টরে শৃংখলা প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহা আলম মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মদন প্রেস ক্লাব সহ-সভাপতি মোতাহার আলম চৌধুরী, এস আই আজিজুর রহমান।
বুধবার (০৫ জুলাই) উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহা আলম মিয়া বলেন, বিভিন্ন নামে রাস্তায় চাঁদাবাজি চলবে না। অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বন্ধ করতে হবে। এক কথায়, পরিবহন সেক্টরের কোনো ধরনের অন্যায় উপজেলা প্রশাসন বরদাস্ত করবে না।
এ সময় বিভিন্ন সিএনজি/অটোরিক্সা মালিক সমিতি ও চালক সমিতির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।