ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় আগুনে পুড়ে দুটি বসত ঘর ভস্মিভূত হয়েছে।
রবিবার সন্ধায় সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত আবুল হোসেনের দুই ছেলে ছাদু মিয়া ও নাদু মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফ মিয়া জানান আকাশে কালো ধোয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পথে সরু রাস্তায় ফায়ার ব্রিগেড টিমের গাড়ি আটকে যায়। পরে এলাকা বাসীর চেষ্টায় বিকল্প ব্যবস্থায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে দুটি বসত ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়।
এ সময় প্রতিবেশী ধন মিয়ার একটি সেমিপাকা ঘর আংশিক পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেছে পরিবারের সদস্যরা জানায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টস সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।