ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে ২ মাসের শিশু চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১৭ বার

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সায়ান নামে দুই মাস বয়েসী এক শিশু চুরির ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ওই অপরিচিত মহিলাটি সুযোগ বুঝে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু সায়ানকে চুরি করে নিয়ে যান।

এ ঘটনার পরেই কান্নায় ভেঙ্গে পরেন ওই শিশুটির পরিবার। পরবর্তীতে হাসপাতালে মূলক ফটকের সামনে অবরোধ করে সন্তান ফিরে পাওয়ার জোর দাবি জানিয়েছে পরিবারটি।

এদিকে হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষ বলছে, ‘সিসিটিভি ফুটেজ দিয়ে বাচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা করছেন তারা।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতির দুই মাস বয়েসী সন্তান সায়নকে। এ সময় হাসপাতালে অপরিচিত এক মহিলার সঙ্গে পরিচয় হয় ওই দম্পতির।

এর একদিন পর অর্থাৎ গতকাল সোমবার সন্ধ্যায় ওই অপরিচিত মহিলাটি সুযোগ বুঝে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু সায়ানকে চুরি করে নিয়ে যান।

শিশুটির স্বজনরা বলছেন, ‘সকাল থেকেই অপরিচিত মহিলাটি তাদের সঙ্গে মিশতে থাকে। এক পর্যায়ে ইফতারের আগে শিশু সায়ানের মা ও তার নানী তাকে রেখে বাথরুমে যান, পরে এসে দেখেন বেডের মধ্যে শিশুটি নেই। এরপর থেকেই খোঁজাখুজি শুরু হয় সায়ানকে।’

 

এদিকে ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশসহ স্থানীয়রা মিলে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে। সেই ফুটেজে দেখা যায়, কালো বোরখা পরা এক মহিলা শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছেন। ওই মহিলাকে দেখেই চিনতে পারেন তার পরিবারের স্বজনেরা।

হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ।

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম চয়ন বলেন, ‘হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বাচ্চা চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাচ্চা উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, কালো বোরখা পরিহিত একজন মহিলা শিশুটিকে নিয়ে যাচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চুরি হওয়া শিশু বাচ্চাটিকে উদ্ধার করার জন্য।’

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ‘সরলতার সুযোগ নিয়ে বোরখা পরিহিত মহিলাটি কৌশলে বাচ্চাটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেছেন। ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আশা করি অল্প সময়ের মধ্যেই বাচ্চাটিকে পাওয়া যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে ২ মাসের শিশু চুরি

আপডেট টাইম : ১১:২৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সায়ান নামে দুই মাস বয়েসী এক শিশু চুরির ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ওই অপরিচিত মহিলাটি সুযোগ বুঝে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু সায়ানকে চুরি করে নিয়ে যান।

এ ঘটনার পরেই কান্নায় ভেঙ্গে পরেন ওই শিশুটির পরিবার। পরবর্তীতে হাসপাতালে মূলক ফটকের সামনে অবরোধ করে সন্তান ফিরে পাওয়ার জোর দাবি জানিয়েছে পরিবারটি।

এদিকে হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষ বলছে, ‘সিসিটিভি ফুটেজ দিয়ে বাচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা করছেন তারা।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতির দুই মাস বয়েসী সন্তান সায়নকে। এ সময় হাসপাতালে অপরিচিত এক মহিলার সঙ্গে পরিচয় হয় ওই দম্পতির।

এর একদিন পর অর্থাৎ গতকাল সোমবার সন্ধ্যায় ওই অপরিচিত মহিলাটি সুযোগ বুঝে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু সায়ানকে চুরি করে নিয়ে যান।

শিশুটির স্বজনরা বলছেন, ‘সকাল থেকেই অপরিচিত মহিলাটি তাদের সঙ্গে মিশতে থাকে। এক পর্যায়ে ইফতারের আগে শিশু সায়ানের মা ও তার নানী তাকে রেখে বাথরুমে যান, পরে এসে দেখেন বেডের মধ্যে শিশুটি নেই। এরপর থেকেই খোঁজাখুজি শুরু হয় সায়ানকে।’

 

এদিকে ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশসহ স্থানীয়রা মিলে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে। সেই ফুটেজে দেখা যায়, কালো বোরখা পরা এক মহিলা শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছেন। ওই মহিলাকে দেখেই চিনতে পারেন তার পরিবারের স্বজনেরা।

হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ।

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম চয়ন বলেন, ‘হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বাচ্চা চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাচ্চা উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, কালো বোরখা পরিহিত একজন মহিলা শিশুটিকে নিয়ে যাচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চুরি হওয়া শিশু বাচ্চাটিকে উদ্ধার করার জন্য।’

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ‘সরলতার সুযোগ নিয়ে বোরখা পরিহিত মহিলাটি কৌশলে বাচ্চাটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেছেন। ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আশা করি অল্প সময়ের মধ্যেই বাচ্চাটিকে পাওয়া যাবে।’