নির্বাচনে ইসির দেওয়া দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই আমরা দায়িত্ব পালনে প্রস্তুত।’ সোমবার বিকালে চাঁদপুর জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব একথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। কমিশন আমাদের যেভাবে নির্দেশনা প্রদান করবে সেভাবেই আমরা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছি।’

বর্তমানে পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে জানিয়ে পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, ‘পুলিশের দক্ষতা বাড়াতে প্রযুক্তি ও দেশে-বিদেশে প্রশিক্ষণসহ সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আমাদের সক্ষমতা বেড়েছে। পুলিশের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বাড়ার কারণে আমরা দেশের আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখতে সক্ষম হয়েছি।’ এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে।’

দেশের ক্রীড়া ক্ষেত্রেও পুলিশ অনেক এগিয়েছে জানিয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বাংলাদেশ পুলিশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় স্বর্ণপদক, ব্রোঞ্জ পদক অর্জন করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে পুলিশ দেশের জন্য গৌরব বয়ে আনছে।’

এদিন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আইজিপি। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর