নিষিদ্ধ ট্রাক্টরের দখলে সড়ক, জনজীবন অতিষ্ঠ

হাওর বার্তা ডেস্কঃ নিষিদ্ধ ট্রাক্টরের দখলে চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন সড়ক। চাষাবাদের জন্য আমদানিকৃত এসব ট্রাক্টর সড়কে চলাচল নিষিদ্ধ হলেও অধিক লাভের আশায় পণ্য পরিবহনের কাজে ব্যবহার করছে স্বার্থান্বেষী মহল। ট্রাক্টরের দৌরাত্ম্যে নষ্ট হচ্ছে পাকা, আধাপাকা ও কাঁচা সড়ক। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ট্রাক্টরের উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধা অলি উল্লাহ সরকার বলেন, ‘ট্রাক্টর চলাচলের সময় আশপাশে কুয়াশার মতো ধুলোয় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আর ধুলোর মধ্যে দিয়ে যাতায়াত করায় সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ সকল বয়সী মানুষ।’

কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার বলেন, ‘বিভিন্ন সড়ক সংস্কার করার পরেও বেশিদিন ভালো থাকে না। কারণ উপজেলায় প্রায় শতাধিক ট্রাক্টর চলাচল করে। আমার পরিষদে সভা করে ট্রাক্টর চলাচলে নিষিদ্ধ ঘোষণা করেছি।’

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, ‘ট্রাক্টর মালিকদের সড়কে চলাচলে নিষেধ করা হয়েছে। এরপরেও যদি কেউ সড়কে ট্রাক্টর চালান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর