হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার কাছে বন্দি ইউক্রেনের ১ হাজার ৩০০ এরও বেশি সৈনিককে ফিরিয়ে এনেছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি বলেন, আমাদের আরও ১৩১৯ জন হিরো ইউক্রেনে ফিরে এসেছে। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে এসব সৈনিকদের একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের সমস্ত লোককে ফিরিয়ে নিয়ে না আসা পর্যন্ত আমরা থামবো না।
বিষয়টি নিশ্চিত করে জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক বলেন, আমরা মারিওপোল এবং আজভস্তালের যোদ্ধাদের ফিরিয়ে আনছি। এসব যোদ্ধারা ওলেনিভকায় যুদ্ধরত অবস্থায় আহত হয়ে রাশিয়ার কাছে বন্দি ছিল। এছাড়া দোনেস্ক, লুগানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধের সময়ও বন্দি হয় তারা।
এর আগে গত জুলাইয়ে পূর্ব দোনেস্কে রুশ নিয়ন্ত্রিত ওলেনিভকার একটি কারাগারে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বহু ইউক্রেনীয় সেনাবাহিনী নিহত হয়, বন্দি হয় আরও অনেকে। তবে শুরু থেকেই এই হামলা নিয়ে একে অপরের ওপর দোষারোপ করে আসছিল ইউক্রেনও রাশিয়া।