মদনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোববার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, রবি শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই আজ উপজেলার এক হাজার নয়শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি স্যার বিতরণ করা হয়।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর