হাওর বার্তা ডেস্কঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে এটি আঘাত হানতে পারে। দেশের ১৩টি জেলায় মারাত্মকভাবে এবং দুটি জেলায় হালকাভাবে আঘাত হানতে পারে।
উপকূলীয় অঞ্চল কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটার এলাকাজুড়ে এটি আঘাত হানতে পারে। যার গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ৫০-৬০ কিলোমিটার। সেই সঙ্গে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুটের বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের তথ্য জানতে অনেকেই চোখ রাখছেন টেলিভিশন ও পত্রিকার ওয়েবসাইটে।
ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের তথ্য জানার জন্য অনলাইনে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটেও ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থানসহ বাতাসের গতিবেগ সম্পর্কে জানা যায়। ফলে বিদ্যুৎ না থাকলেও মোবাইলে ঘূর্ণিঝড় সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নিজেকে রক্ষার পাশাপাশি আত্মীয় বা পরিচিতদের সতর্ক করা সম্ভব।