হাওর বার্তা ডেস্কঃ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূলভূখণ্ডকে সংযুক্ত করা ক্রিমিয়ান সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে রুশ কর্তৃপক্ষ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ওই এলাকা দেখাশোনার করার আদেশ দিয়েছেন।
রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে তাৎক্ষণিকভাবেই কাজ শুরু করা হয়েছে। পানির নীচে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নামানো হয়েছে ডুবুরি দলকে।
শনবিার সকালের দিকে জ্বালানিবাহী লরি বিস্ফোরিত হলে সেতুটির একটি অংশে আগুন ধরে যায়। এতে ওপরে থাকা রেলসেতুও ক্ষতিগ্রস্ত হয় আর মূলসেতুর একটি অংশ পানিতে পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
এই ঘটনাকে নিজেদের একরকম জয় হিসেবেই দেখছে ইউক্রেন। তারা বলছেন, এটা ইউক্রেনে রাশিয়ার আধিপত্যের পতনের পূর্বাভাস। যদিও রাশিয়া এটাকে দুর্ঘটনা হিসেবেই হাজির করছে।