হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় দুজন পথচারী নিহত ও অন্য একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং আজগার আলী একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটোবাইকের ব্যাটারির চার্জ কমে যাওয়ায় শনিবার ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন ওই তিন ব্যক্তি। এ সময় একটি নিয়ন্ত্রণহীন ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা আহত মকবুল হোসেনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এলাকাবাসী জানান, ট্রাকটি পথচারীদের চাপা দেওয়ার পাশাপাশি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনকে ধাক্কা দেয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।