এবার সব বন্দর বন্ধ ঘোষণা করল ইউক্রেন

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনিয় সব বন্দর বন্ধ ঘোষণা করেছে ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনিয় বন্দরগুলোতে সব ধরনের জাহাজ প্রবেশ কিংবা প্রস্থান সাময়িকভাবে বন্ধ থাকবে। খবর রয়টার্সের।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পরপরই ইউক্রেনের সামরিক বাহিনী তাদের বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত করে।
এদিকে, কিয়েভের কয়েকটি বাড়ি ও একটি শপিং সেন্টারে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮।
কিয়েভে কারফিউ জারি করেছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো।
সোমবার (২১ মার্চ) এক ঘোষণায় মেয়র বলেন, আজ রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
এর আগে শনিবার (১৯ মার্চ) কিয়েভের শহর কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার হামলার পর থেকে কিয়েভে ২২৮ জন নিহত হয়েছেন।
এদিকে, রুশ আগ্রাসনের ২৭তম দিনে ইউক্রেনে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। রুশ বাহিনী গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলের দখল নিতে মরিয়া হয়ে ওঠেছে। দখল নিতে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা। এর আগে গতকাল রুশ বাহিনী মারিউপোলকে আত্মসমর্পণের আহ্বান জানালে শহর কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়।
অন্যদিকে, রাজধানী কিয়েভেও রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার আবাসিক এলাকা ও শপিংমলে গোলার আঘাতে চারজন নিহত হয়েছেন।
এদিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯০২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র : আলজাজিরা

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর