হাওর বার্তা ডেস্কঃ কিছু দিন আগে, একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যাতে দেখা যায় সালমান খান এবং সোনাক্ষী সিনহা গোপনে বিয়ে করছেন। তবে অচিরেই প্রমাণিত হয় ছবিটি ভুয়া। এখন, সোনাক্ষী একটি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানকার একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে সোনাক্ষী মন্তব্য করে লিখেছেন—‘আপনি এতটাই নির্বোধ যে কোনটি সত্য ও মিথ্যা ছবি তারও পাথর্ক্য বুঝতে পারেন না।’ পাশাপাশি তিনটি হাসির ইমোজি পোস্ট করেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী।
ছবিতে সালমানকে সোনাক্ষীর আঙুলে আংটি পরাতে দেখা যাচ্ছে। যেখানে সালমানকে সাদা শার্ট এবং বেইজ জ্যাকেটে বরাবরের মতো দারুন লাগছিল, সোনাক্ষীকে ভারী গয়না এবং সিঁদুর সহ একটি ঐতিহ্যবাহী লাল শাড়িতে চমৎকার দেখাচ্ছিল। বলাই বাহুল্য, ছবিটি খুব বেশি এডিট করা হয়েছিল।
অন্যদিকে, সালমান খান ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৪ মার্চ) সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। পাশাপাশি সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করেছেন। ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে এটি।