,

savar-20220101143950

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

হাওর বার্তা ডেস্কঃ বছরের প্রথম দিনে বাংলাদেশের নবনিযুক্ত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদিতে ফুল দিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে তিনি এই শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলসহ অনেকে। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর