,

maldive-20211230082614

বাংলাদেশও মালদ্বীপের মধ্যে একটি প্রীতি ভলিবল ম্যাচ আগামী ফেব্রুয়ারিতে

হাওর বার্তা ডেস্কঃ ভলিবল ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি প্রীতি ভলিবল ম্যাচ আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে ডিএনসিসির নগরভবনে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে মালদ্বীপের যুব ও ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফের সৌজন্য সাক্ষাৎকালে প্রীতি ম্যাচটির বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ খোলা উপলক্ষে ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে একটি দল মালদ্বীপ সফর করবেন।

সৌজন্য সাক্ষাতের সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর