হাওর বার্তা ডেস্কঃ নড়াইলের নড়াগাতীতে দুলাভাইয়ের শাবলের আঘাতে রুকু শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি চোরখালী গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।
সোমবার (৬ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসা. রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত দুলাভাই কুদ্দুস ফকিরের সঙ্গে শ্যালক রুকু শেখের পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার সকালে বড়দিয়া-মহাজন ফেরিঘাটের দিকে গেলে দুলাভাই শাবল নিয়ে শ্যালকের মাথায় আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোরে ঢাকা নেওয়ায় পথে তার মৃত্যু হয়।
ওসি মোসা. রোকসানা খাতুন বলেন, নড়াইল সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণা করা হচ্ছে।