হাওর বার্তা ডেস্কঃ দেশের বহুলপ্রচারিত দৈনিক পর্যবেক্ষণ পত্রিকায় প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তিঃ
দেশের সকল জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ চলছে।
‘দৈনিক পর্যবেক্ষণ ‘ ইতি মধ্যে পাঠক সমাজে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে সৎ সাহসী তরুণ, অভিজ্ঞ সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকায় জেলা,উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়ার শুরু হয়েছে।
পদের নামঃ
সংবাদ প্রতিনিধি (সাংবাদিক)
কর্মস্থলঃ
সারা বাংলাদেশ (প্রতিটি জেলা, উপজেলা, থানা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে)
যোগ্যতাঃ
আবেদনকারীকে যেকোনো বিষয় থেকে সর্বনিন্ম এইচএসসি পাস অথবা চলমান প্রার্থীরা আবেদন করতে পারবেন।সাংবাদিকতা পেশায় সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা।
সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ
ছবিসহ আপনার নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি (জীবন বৃত্তান্ত) পাঠাতে হবে। সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে।
কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন, পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
( Email: dailyporzobekkhon@gmail.com )
দৈনিক পর্যবেক্ষণ এর রয়েছে অনলাইন পোর্টাল ও ই-পেপার।
অনলাইন পোর্টালঃ porzobekhon.com
ই-পেপারঃ eporzobekkhon.com
ফেইসবুকঃ facebook.com/dailyporzobekkhon
প্রধান কার্যালয়ঃ
৮৭, পল্টন টাওয়ার ৪র্থ তলা (৪০৬), পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০
…..যোগাযোগ……
০১৭১১ ১১৫ ২৩৯
০১৭২৬ ৯২২ ৬৬৫