অবশেষে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ৪৬ লাখ ডলার ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কমিটির কাছে ফেরত দিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং।
বৃহস্পতিবার এই অর্থ ফেরত দেন তিনি। আরো এক কোটি ডলার রয়েছে কিমের কাছে।
/> মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিমের আইনজীবী অ্যাটর্নি ইনোসেনসো টাকা ফেরত দিয়েছেন।
ব্যাংকের অর্থবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন ইনোসেনসো ফেরার। কিছুক্ষণ পরই গণমাধ্যমে বিস্তারিত জানাবেন এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের নির্বাহী পরিচালক জুলিয়া সি বাসায়ে আবাদ।
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া টাকার ঘটনায় স্বেচ্ছায় পদত্যাগ করেন ব্যাংকটির গভর্নর ড. আতিউর রহমান।