ধর্মঘট কারা ডেকেছে জানি না : শাহজাহান খান

হাওর বার্তা ডেস্কঃ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাড়ি বন্ধ রাখার ঘটনা পরিবহন ধর্মঘট নয়। কারা এ পরিবহন ধর্মঘট ডেকেছে আমি জানি না। মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন এ ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। সুতরাং এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রাখছে এটি আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয় বলে জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহজাহান খান।
শনিবার (৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এর আগে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্সে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর