ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এবারে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে পৌনে ২ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ১০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। অন্য বছর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার ফল প্রকাশ করা হবে ৩০ দিনের মধ্যে। বুধবার এসএসসি পরীক্ষার সময় আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তথ্য অনুযায়ী, প্রতিবছর স্কুলগুলোতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় না। ফলে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে চাইলেও পারে না। কিন্তু চলতি বছর স্কুলগুলোতে কোনো নির্বাচনী পরীক্ষা না হওয়ায় সবাই পরীক্ষার সুযোগ পেয়েছে। এ কারণে অন্য বছরের তুলনায় পরীক্ষার্থী অনেকে বেড়েছে।

আগামী ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞানে রচনামূলক আটটি প্রশ্ন থাকবে যার মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর নৈর্ব্যক্তিক (এমসিকিউ) ২৫টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ১২টির। হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ে রচনামূলক ১১টি প্রশ্ন থাকবে। যার মধ্যে মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) ৩০টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ১৫টির।

 

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারো দেরি হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এ বছর এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বিদেশের আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সারা দেশে এসএসসির জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৯টি, দাখিলের জন্য ৭১০টি, ভোকেশনালের জন্য কেন্দ্র রয়েছে ৭৬০টি।

২০২১ সালে দেশের সাধারণ ৯টি বোর্ডের অধীনে ঢাকা বোর্ডে ৪ লাখ ৭৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী, রাজশাহী বোর্ডের অধীনে ২ লাখ ৭ হাজার, ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে ১ লাখ, ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে ১ লাখ ৪ হাজার, ৯৯০ জন, সিলেটে ১ লাখ ২১ হাজার, ১১১ জন, দিনাজপুরে ১ লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

পরীক্ষার্থী কেউ করোনায় আক্রান্ত হলে করণীয় সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ আক্রান্ত হন, সে তো পরীক্ষা দিতে পারবে না। তারপরও যদি কেউ পরীক্ষা দিতে চায়, তাহলে সেক্ষেত্রে স্ব স্ব বোর্ড সিদ্ধান্ত নিয়ে যদি পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি থাকে, তাহলে সেই হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা নিতে পারবে।

 

সোশ্যাল মিডিয়ায় গুজব নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারাই এ ধরনের গুজবে জড়িত থাকবে, প্রশ্ন ফাঁসের চেষ্টায় জড়িত থাকলে তাদের ধরার ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোর এখন থেকেই তীক্ষ নজরদারি রয়েছে।

 শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখন সরকারিতে পিএসসির মাধ্যমে এবং বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয় এনটিআরসিএ। শুধু প্রধান শিক্ষকের বিষয়টি কিংবা গ্রন্থাগারিকদের বিষয়টা এনটিআরসিএর মাধ্যমে হবে। এখানে যে কথাটি বলা হচ্ছে এখন আর সেটা প্রযোজ্য নয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এবারে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে পৌনে ২ লাখ

আপডেট টাইম : ০৯:৪৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। অন্য বছর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার ফল প্রকাশ করা হবে ৩০ দিনের মধ্যে। বুধবার এসএসসি পরীক্ষার সময় আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তথ্য অনুযায়ী, প্রতিবছর স্কুলগুলোতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় না। ফলে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে চাইলেও পারে না। কিন্তু চলতি বছর স্কুলগুলোতে কোনো নির্বাচনী পরীক্ষা না হওয়ায় সবাই পরীক্ষার সুযোগ পেয়েছে। এ কারণে অন্য বছরের তুলনায় পরীক্ষার্থী অনেকে বেড়েছে।

আগামী ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞানে রচনামূলক আটটি প্রশ্ন থাকবে যার মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর নৈর্ব্যক্তিক (এমসিকিউ) ২৫টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ১২টির। হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ে রচনামূলক ১১টি প্রশ্ন থাকবে। যার মধ্যে মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) ৩০টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ১৫টির।

 

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারো দেরি হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এ বছর এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বিদেশের আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সারা দেশে এসএসসির জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৯টি, দাখিলের জন্য ৭১০টি, ভোকেশনালের জন্য কেন্দ্র রয়েছে ৭৬০টি।

২০২১ সালে দেশের সাধারণ ৯টি বোর্ডের অধীনে ঢাকা বোর্ডে ৪ লাখ ৭৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী, রাজশাহী বোর্ডের অধীনে ২ লাখ ৭ হাজার, ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে ১ লাখ, ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে ১ লাখ ৪ হাজার, ৯৯০ জন, সিলেটে ১ লাখ ২১ হাজার, ১১১ জন, দিনাজপুরে ১ লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

পরীক্ষার্থী কেউ করোনায় আক্রান্ত হলে করণীয় সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ আক্রান্ত হন, সে তো পরীক্ষা দিতে পারবে না। তারপরও যদি কেউ পরীক্ষা দিতে চায়, তাহলে সেক্ষেত্রে স্ব স্ব বোর্ড সিদ্ধান্ত নিয়ে যদি পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি থাকে, তাহলে সেই হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা নিতে পারবে।

 

সোশ্যাল মিডিয়ায় গুজব নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারাই এ ধরনের গুজবে জড়িত থাকবে, প্রশ্ন ফাঁসের চেষ্টায় জড়িত থাকলে তাদের ধরার ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোর এখন থেকেই তীক্ষ নজরদারি রয়েছে।

 শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখন সরকারিতে পিএসসির মাধ্যমে এবং বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয় এনটিআরসিএ। শুধু প্রধান শিক্ষকের বিষয়টি কিংবা গ্রন্থাগারিকদের বিষয়টা এনটিআরসিএর মাধ্যমে হবে। এখানে যে কথাটি বলা হচ্ছে এখন আর সেটা প্রযোজ্য নয়।