হাওর বার্তা ডেস্কঃ জলবায়ু নিয়ে যেসব নেতৃবৃন্দ কেবল কথা বলেন, কিন্তু কাজ করেন না তাদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় গত বৃহস্পতিবার কার্ডিফে ওয়েলস পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নেতাদের ওপর বিরক্তি প্রকাশ করেন। খবর সিএনএনের।
রানি দ্বিতীয় এলিজাবেথ ডাচেস অব কর্নওয়েল এবং এলিন জোনসের কথা বলছিলেন। তখন তার এই আলোচনাটি ভিডিও করা হয়। আলোচনার এক পর্যায়ে রানি গ্লাসগোতে জলবায়ু সম্মেলন-সিওপি ২৬ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, আমি সিওপি সম্মেলনের সবকিছু শুনেছি। কিন্তু এখনো বুঝতে পারছি না যে সেখানে কারা এসেছেন? আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, রানি বলছেন, এটা খুবই বিরক্তিকর যে, তারা কেবল কথাই বলেন, কিন্তু সেই অনুযায়ী কাজ করেন না। সম্প্রতি প্রিন্স উইলিয়ামও এক আলোচনায় বলেন, আমাদের মহাশূন্যে যাওয়ার কোনো অর্থ হয় না। আগে পৃথিবীটাকে বাঁচাতে হবে।