জেনেভায় স্ক্যালিং আপ নিউট্রিশনের কো-অর্ডিনেটর ও স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত

হাওর বার্তা ডেস্কঃ গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় স্ক্যালিং আপ নিউট্রিশন-এর কো-অর্ডিনেটর মিস গার্দা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমন্বিতভাবে করোনা ভাইরাস মোকাবিলাসহ এর চিকিৎসার সহজলভ্যতা নিয়ে কথা হয়। বৈঠকে বাংলাদেশের জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয়াদি নিয়েও আলোচনা করা হয়।

সভায় পুষ্টি অর্জনে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন গার্দা। বাংলাদেশ যেভাবে পুষ্টি নিয়ে কাজ করছে তাতে খুব সহসাই বাংলাদেশ পুষ্টিতে দক্ষিণ এশিয়ায় লিডারশিপ নিতে পারবে বলেও জানান গার্দা। একই সাথে সফলভাবে কোভিড মোকাবিলা করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভূয়সী প্রশংসা করেন তিনি।

সভায় কোভিডকালীন বাংলাদেশের পুষ্টিখাতের গুণগত মান এবং দেশের যুবশক্তির স্বাস্থ্য শিক্ষায় পুষ্টির মানের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন মন্ত্রী। আলোচনায় মন্ত্রী ব্রেস্ট ফিডিংয়ে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবাকে দেশের মানুষের কমিউনিটি পর্যায় থেকে শুরু করে ডোর টু ডোর পৌঁছে দিতে বদ্ধপরিকর থাকবেন বলেও জানান।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিংয়ে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান মন্ত্রী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর