নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খান গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) তার নিজ উদ্যোগে স্টাফ নিয়ে ভ্রমণে গিয়েছিলেন। অর্থাৎ সিভিল সার্জনকে না জানিয়ে স্টেশন ত্যাগ করেছিলেন। ডাক্তার বা কর্মী সংকটের কারণে ব্যাহত হয় চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়েন রোগীরা।
রোগীদের দূর্ভোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে, শনিবার (২ মার্চ) আকস্মিক পরিদর্শনে আসেন নেত্রকোণা সিভিল সার্জন ও তাঁর টিম। কিন্ত দুঃখজনক হলেও সত্য যে, ইউএইচও’কে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাননি। অর্থাৎ সিভিল সার্জনকে না জানিয়েই স্টেশনে অনুপস্থিত ছিলেন তিনি।
এ বিষয়ে জানতে, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. নূরুল হুদা খানকে একাধিকবার মোবাইলে কল দিয়েও পাওয়া যায়নি।
সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া জানান, মদন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূরুর হুদা খানের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি। বিশেষ করে গত বৃহস্পতিবারে উনার কিছু অনিয়ম গণমাধ্যমে প্রকাশের প্রেক্ষিতে পরিদর্শনে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজও উনাকে স্টেশনে পাওয়া যায়নি।