কলকাতার মিডিয়ায় উপেক্ষিত শাকিব খান

প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কোনো ছবিতে অভিনয় করছেন শাকিব খান। ‘শিকারি’ নামের এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার শ্রাবন্তী। অপরদিকে যৌথ প্রযোজনার আরেক ছবি ‘বাদশা’তে অভিনয় করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার জিৎ। উভয় ছবি নিয়ে দেশীয় গণমাধ্যমগুলো সোচ্চার ভূমিকা রাখলেও কলকাতার গণমাধ্যমগুলো শাকিব খানকে নিয়ে কোনো খবরই প্রকাশ করছে না। অপরদিকে কলকাতার তৃতীয় সারির কোনো আর্টিস্টও বাংলাদেশে এলে গণমাধ্যমগুলোর প্রধান কভারেজ পেয়ে যান তারা। অথচ ১২ মার্চ শিকারি ছবির শুটিংয়ের উদ্দেশে শাকিব খান কলকাতায় পৌঁছালেও সেখানকার গণমাধ্যম বাংলাদেশের এ শীর্ষ নায়ক এবং তার শিকারি ছবি নিয়ে কোনো খবরই প্রকাশ করেনি। বিষয়টি নিয়ে দেশীয় চলচ্চিত্রাঙ্গনে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, এ দেশের শোবিজ অঙ্গনের অখ্যাত শিল্পীদের নিয়ে ‘উসকানিমূলক’ খবর প্রকাশ করলেও শাকিবের বেলায় তারা (কলকাতার মিডিয়া) ‘একদম চুপ’। এ ব্যাপারে কলকাতায় অবস্থান করা শাকিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে জানান, বিষয়টি নিয়ে আমি দেশে এসে কথা বলব। তাছাড়া কে আমাকে নিয়ে খবর প্রকাশ করল কী না করল এটি নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি শিল্পী।

কাজ করতে এসেছি। শেষ করে দেশে চলে আসব।’ এ দিকে ‘নিরাপত্তার বলয়ে’ থেকে ঢাকার আশপাশে শুটিং করছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। তাকে ঘিরে দেশীয় মিডিয়ার আগ্রহের কমতি নেই। গতকাল শুটিংয়ে তাকে ক্যারাভ্যান (শুটিংয়ের সময় বিশ্রাম এবং মেকাপের জন্য বিশেষ বিলাসবহুল বাহন) না দেয়ার কারণে বিকাল পর্যন্ত শুটিং বন্ধ রেখেছেন জিৎ। পরে শিগগিরই ক্যারাভ্যান দেয়ার শর্তে তিনি শুটিং শুরু করেন। বাংলাদেশে জিৎ যোগ্য সম্মান পেলেও শাকিব খান কলকাতায় তার ছিঁটেফোটাও পাচ্ছেন না। এ নিয়ে দেশীয় চিত্রসংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ জন্মেছে। তবে অনেকেই বলেছেন, এসব কিছু হবে জেনেও শাকিব যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করাটা ঠিক হয়নি। বিষয়টি তার জন্য হিতে বিপরীত হবে বলেও অনেকের ধারণা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর