আধার কাটিয়ে জ্বালিয়ে মশাল
রাত পুহালে হয় যে সকাল,
এলো-রে,,,,এলো নব বসন্তকাল।
মন জুড়াল ফুলের গ্রাণে,
বসন্ত এল ছদ্মবেশে।
কুহু কুহু কোকিল ডাকে
গাছের ডালের পাতার ফাঁকে।
বসন্তেরি
খেলা দেখে
চোখ জুড়ায় ফুলের রংঙে।
বসন্তে জন্মায় নতুন মুকুল
শীতে ঝরে পাতা-ফুল।
কোকিল ডাকে মিষ্টি সুরে
মন চলে যায় অদূর দূরে।
সবার প্রাণে আসলো ফিরে
বসন্তকাল নতুন রুপে।
নতুন দিনের নতুন সকাল
এলো-রে এলো নব-বসন্তকাল।
সকল বন্ধুদের বসন্তকালের,,,,,,,,,,,,,,,,,,,,শুভেচ্ছা