গুচ্ছকথা ও অনুভুতির বিলাপ

ড.গোলসান আরা বেগমঃ
পর্ব ৭-

তোড়া নামের একটি মেয়ে
গায়ের রং ফর্সা কিন্তু বেশ মোটা
বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে
কবে মেহেদি পরবে জানে না।

এ ও নানান কথা বলে
বিয়ে হচ্ছে না
কেন হচ্ছে না
দোষটা যেন তোড়ার নিজের।

মাঝে মাঝে আচঁলে চোখ মুছে
বাড়িতে ঘটক আসলে -তোড়া স্বপ্ন দেখে
আল্পনা আঁকে চোখে।

তোড়ার নয় তার চাকুরীর বিয়ে হয়
বাসর রাতেই চাকুরীটির বন্ধক দিয়ে
হারিয়ে যায় স্বাধ আহলাদ
ব্যাস্ত থাকে স্বামী সংসার নিয়ে।

রঙিন ঘুড়ি উড়ায় আকাশে
সুখের চাবি আঁচলে বাঁধে
সঞ্চয়ী হিসাব বহটি স্বাক্ষরসহ
ওঠে যায় স্বামীর হাতে।

গাধার খাটনি ঘরে বাইরে
তারপরও সহ্য করতে হয় নানা যন্ত্রনা
করো মন পায় না
চোখ মুখ বুজে ঘুমুতে যায় রাতে।

রিক্সা ভাড়া টুকিটাকি হাত খরচ
তাও নিতে হয় শ্বাশুড়ীর কাছ থেকে
বুকের কষ্ট বলে না
কাক পক্ষী ছাড়া কাউকে।

এই কি ছিলো লিখা তোড়ার কপালে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর